ব্রেকিং নিউজ :
নির্বাচন কমিশনের তালিকায় যুক্ত হলো এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)কে নতুনভাবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসি সচিবালয় থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২-এর অনুচ্ছেদ ৬এ অনুযায়ী নিবন্ধনের জন্য নির্ধারিত শর্ত পূরণ করায় কমিশন দলদুটির আবেদন অনুমোদন করেছে। পুনঃনির্দেশ না দেওয়া পর্যন্ত দল দুটি ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় অন্তর্ভুক্ত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
এছাড়া প্রতীকের বিষয়ে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির জন্য ‘শাপলা কলি’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর জন্য ‘কাঁচি’ প্রতীক নির্ধারণ করা হয়েছে। দলগুলোর নিবন্ধন নম্বর যথাক্রমে ০৫৮ ও ০৫৯।





















