তারেক রহমানকে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ বৃহস্পতিবার অনলাইনে আসছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্মিত ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ আগামী বৃহস্পতিবার অনলাইনে উন্মুক্ত করা হবে। বুধবার (১৯ নভেম্বর) আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্যচিত্রটিতে তারেক রহমানের জীবনযাত্রা, রাজনৈতিক পথচলা এবং বিভিন্ন সময়ে তাঁর ভূমিকা সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিদের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বিচারপতি, মানবাধিকার কর্মী, শিল্পীসহ নানা পেশার ব্যক্তিরা এতে অংশ নিয়ে তাঁর অতীত, বর্তমান ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের তত্ত্বাবধানে তৈরি এই প্রযোজনাটি তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নির্মিত হলেও এতে তাঁর সংগ্রাম, ত্যাগ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও দেশের প্রতি তাঁর ভাবনার বিস্তৃত আলোচনা তুলে ধরা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের কয়েকজন পরিচিত সাংবাদিকও তথ্যচিত্রটির নির্মাণ কাজে যুক্ত ছিলেন।





















