চাঁদপুর-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল, তানভীর হুদাকে প্রার্থী করার আহ্বান
- চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে তানভীর হুদার সমর্থনে বড় পরিসরের মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দুই উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী এতে অংশ নেন।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর মতলব ব্রিজ টোল প্লাজা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলকারীরা গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্রিজের দক্ষিণ প্রান্তে গিয়ে কর্মসূচি শেষ করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, গত ৩ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশের পর থেকেই চাঁদপুর-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন তারা। তাদের দাবি—মনোনয়ন পুনর্বিবেচনা করে সাবেক মন্ত্রী নুরুল হুদার ছেলে তানভীর হুদাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে।
নেতারা আরও বলেন, মতলব উত্তর ও দক্ষিণের হাজারো নেতা-কর্মী আজ রাজপথে তাদের অবস্থান জানাতে নেমেছেন। তারা ভুল মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাকে প্রার্থী করার আহ্বান জানান।
উল্লেখ্য, এ আসনে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে নির্বাহী কমিটি সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
























