দেশজুড়ে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা, শেষ দিকে বাড়বে শীতের অনুভূতি
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার (২১ নভেম্বর) দেশের বেশিরভাগ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই ধারা শনিবার (২২ নভেম্বর) পর্যন্ত বজায় থাকতে পারে। মাসের শেষ ভাগে শীতের আমেজ আরও স্পষ্টভাবে অনুভূত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।
এক পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবারের মধ্যে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লঘুচাপটি শক্তি বাড়াতে পারে, তবে বাংলাদেশে এর তেমন কোনো প্রভাব পড়বে না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। দিন-রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ভোরের দিকে দেশের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, চট্টগ্রামের আমবাগান এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।






















