ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শেষ দুই ওভারে তাণ্ডব, ভারতের বিপক্ষে সেমিতে বড় স্কোর তুলল বাংলাদেশ ‘এ’ দল Logo সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ইউনূস ও খালেদা জিয়ার মধ্যে একান্ত সাক্ষাৎ Logo অশালীন মন্তব্যের প্রতিবাদে সোচ্চার ফাতিমাই জিতলেন মিস ইউনিভার্স ২০২৫ Logo ভোট কারচুপির যে কোনো উদ্যোগের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা গোলাম পরওয়ারের Logo সারাদেশে ভূমিকম্পে এখন পর্যন্ত মৃত ৬, আহত শতাধিক Logo মৃদু ভূকম্পনে দুলল কলকাতা, বাসিন্দাদের মাঝে আতঙ্ক Logo রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত দুই নারী Logo দেশজুড়ে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা, শেষ দিকে বাড়বে শীতের অনুভূতি Logo ময়মনসিংহে ডাকসু নেত্রী রাফিয়ার বাসার গেটে দুর্বৃত্তদের আগুন, তদন্তে পুলিশ Logo চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার পড়ে সাইকেল আরোহীর মৃত্যু

শেষ দুই ওভারে তাণ্ডব, ভারতের বিপক্ষে সেমিতে বড় স্কোর তুলল বাংলাদেশ ‘এ’ দল

নিজস্ব সংবাদ :

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দোহায় টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ ‘এ’। ওপেনার জিসান আলম ও হাবিবুর রহমানের আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র চার ওভারেই স্কোরবোর্ডে যোগ হয় ৪৩ রান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে গুরজাপনিত সিংয়ের ডেলিভারি লং-অফে তুলে দিলে ১৪ বলে ২৬ রান করে ফেরেন জিসান; তার ইনিংসে ছিল দুইটি ছক্কা ও দুইটি চার।

এরপর হাবিবুর একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে গেলেও সঙ্গী হিসেবে কেউই দাঁড়াতে পারেননি। জাওয়াদ আব্রার করেন ১৩ রান (১৯ বলে), আকবর আলী ৯ রান (১০ বলে) এবং আবু হায়দার রনি শূন্য রানে আউট হন। তবুও ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন হাবিবুর—মাত্র ৩২ বলেই ফিফটি ছুঁয়ে ৪৬ বলে ৫ ছক্কা ও ৩ চারে খেলেন ৬৫ রানের ইনিংস। ১৬তম ওভারে আসে তার বিদায়।

হাবিবুর আউট হওয়ার পর ইনিংসের শেষাংশে চিত্রটা পাল্টে দেন এসএম মেহরব হোসেন। ১৯তম ওভারে নমান ধীরকে টানা চার ছক্কা ও এক চারসহ ২৮ রান নেন তিনি। শেষ ওভারে বিজয়কুমার বৈশাকের প্রথম চার বলেই ইয়াসির ও মেহরব মিলে ২ চার ও ১ ছক্কা আদায় করে নেন। শেষ বলে আরও একটি ছক্কা হাঁকিয়ে ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারে ৪৮ রানে অপরাজিত থাকেন মেহরব—স্ট্রাইক রেট ২৬৬.৬৬। তার সঙ্গে ইয়াসির আলী ৯ বলে ১৭* (২ চার, ১ ছক্কা) রান যোগ করেন।

শেষ ১২ বলে বাংলাদেশ তোলে অবিশ্বাস্য ৫০ রান, ফলে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৯৪।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কম খরচায় বোলিং করেন সুযশ শর্মা—৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। গুরজাপনিত সিং ৩৯ রানে শিকার করেন ২ উইকেট। সবচেয়ে ব্যয়বহুল ছিলেন বিজয়কুমার, উইকেটশূন্য থেকে যার খরচ ৪ ওভারে ৫১ রান।

গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমিতে এসেছিল বাংলাদেশ ‘এ’; অন্যদিকে ‘বি’ গ্রুপের রানার-আপ ভারত ‘এ’। এই ম্যাচেই নির্ধারিত হবে কোন দল ফাইনালে জায়গা পাবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৫ বার পড়া হয়েছে

শেষ দুই ওভারে তাণ্ডব, ভারতের বিপক্ষে সেমিতে বড় স্কোর তুলল বাংলাদেশ ‘এ’ দল

আপডেট সময় ০৬:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দোহায় টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ ‘এ’। ওপেনার জিসান আলম ও হাবিবুর রহমানের আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র চার ওভারেই স্কোরবোর্ডে যোগ হয় ৪৩ রান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে গুরজাপনিত সিংয়ের ডেলিভারি লং-অফে তুলে দিলে ১৪ বলে ২৬ রান করে ফেরেন জিসান; তার ইনিংসে ছিল দুইটি ছক্কা ও দুইটি চার।

এরপর হাবিবুর একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে গেলেও সঙ্গী হিসেবে কেউই দাঁড়াতে পারেননি। জাওয়াদ আব্রার করেন ১৩ রান (১৯ বলে), আকবর আলী ৯ রান (১০ বলে) এবং আবু হায়দার রনি শূন্য রানে আউট হন। তবুও ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন হাবিবুর—মাত্র ৩২ বলেই ফিফটি ছুঁয়ে ৪৬ বলে ৫ ছক্কা ও ৩ চারে খেলেন ৬৫ রানের ইনিংস। ১৬তম ওভারে আসে তার বিদায়।

হাবিবুর আউট হওয়ার পর ইনিংসের শেষাংশে চিত্রটা পাল্টে দেন এসএম মেহরব হোসেন। ১৯তম ওভারে নমান ধীরকে টানা চার ছক্কা ও এক চারসহ ২৮ রান নেন তিনি। শেষ ওভারে বিজয়কুমার বৈশাকের প্রথম চার বলেই ইয়াসির ও মেহরব মিলে ২ চার ও ১ ছক্কা আদায় করে নেন। শেষ বলে আরও একটি ছক্কা হাঁকিয়ে ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারে ৪৮ রানে অপরাজিত থাকেন মেহরব—স্ট্রাইক রেট ২৬৬.৬৬। তার সঙ্গে ইয়াসির আলী ৯ বলে ১৭* (২ চার, ১ ছক্কা) রান যোগ করেন।

শেষ ১২ বলে বাংলাদেশ তোলে অবিশ্বাস্য ৫০ রান, ফলে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৯৪।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কম খরচায় বোলিং করেন সুযশ শর্মা—৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। গুরজাপনিত সিং ৩৯ রানে শিকার করেন ২ উইকেট। সবচেয়ে ব্যয়বহুল ছিলেন বিজয়কুমার, উইকেটশূন্য থেকে যার খরচ ৪ ওভারে ৫১ রান।

গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমিতে এসেছিল বাংলাদেশ ‘এ’; অন্যদিকে ‘বি’ গ্রুপের রানার-আপ ভারত ‘এ’। এই ম্যাচেই নির্ধারিত হবে কোন দল ফাইনালে জায়গা পাবে।