ব্রেকিং নিউজ :
প্রথম বিশ্বকাপের স্বাদ পেতে দক্ষিণ আফ্রিকার দরকার ‘১৫৯’
প্রথম বিশ্বকাপের স্বাদ পেতে দক্ষিণ আফ্রিকার দরকার ‘১৫৯’।
স্বপ্ন দেখিয়ে অনেকবারই হতাশ করেছে দক্ষিণ আফ্রিকার পুরুষ দল। এবার সুযোগ এসেছে নারী দলের সামনে প্রথমবার দেশকে শিরোপা জেতানোর। আর সেটা করতে লরা উলভার্টদের দরকার ১৫৯ রান।
রোববার (২০ অক্টোবর) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৫৮ রান করেছে নিউজিল্যান্ড নারী দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে জর্জিয়া প্লিম্মারের উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে রানের গতি ঠিক রেখেছেন সুজি বেইটস এবং অ্যামেলিয়া কর। পাওয়ারপ্লে থেকে ৪৩ রান আসে নিউজিল্যান্ডের।
৩১ বলে ৩২ রান করে সুজি বেইটস হন প্রোটিয়াদের দ্বিতীয় শিকার। সোফি ডিভাইনের ওপর নিউজিল্যান্ড নারী দল অনেকটা নির্ভরশীল হলেও ফাইনালে নিজেকে মেলে ধরতে পারেননি এই তারকা। ১০ বলে ৬ রান করে নাদাইন ডি ক্লার্কের বলে এলবিডব্লিউ হন তিনি।
৭৪ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করেছেন হালিডে এবং অ্যামেলিয়া। ৪২ বলে ৫৭ রানের দারুণ জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা।
৩ চারের ইনিংসে ২৯ বলে ৩৮ রান করেছেন হালিডে। অ্যামেলিয়া কর ফিফটি থেকে ৭ রান দূরে থাকতে ফেরেন দলীয় ১৪১ রানে। শেষদিকে ৬ বলে ১২ রান করেন ম্যাডি গ্রিণ। ১৫৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন ম্লাবা। একটি করে উইকেট নিয়েছেন খাকা, ক্লোয়ে ট্রায়ন এবং ডি ক্লার্ক।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ক্রিকেট খেলা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪