ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এক আসামিসহ ৭ জনকে আটক
ছাতক প্রতিনিধি:
ছাতক থানার চার্জ অফিসার রঞ্জন কুমার ঘোষের নির্দেশনায় থানার একটি টিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট সাতজনকে আটক করেছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় একজন এবং বিভিন্ন আদালতের ওয়ারেন্টভুক্ত আরও ছয়জন রয়েছেন।
অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ)/এসআই মো. সাদেক, এসআই মো. শরিফুল, এসআই রাহিম মিয়া, এএসআই সাহাব উদ্দিন, এএসআই নাছির, এএসআই সাইফুর, এএসআই তোহা ও এএসআই বিশ্বজিতসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানে ছাতক থানার মামলা নং–১৫(১২)২০২৫–এর এক আসামি এবং বিভিন্ন এলাকায় থাকা ওয়ারেন্টভুক্ত ছয়জনকে তাদের নিজ নিজ এলাকায় গিয়ে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তথ্যমতে, আটক ব্যক্তিরা হলেন—
১) নজির আলী (৭০), পিতা মৃত ইছাক আলী, হেলন, বাঁশখলা (দক্ষিণ পাড়া), ছাতক পৌরসভা, সিআর–৬৯/২৫ (ছাতক)
২) গৌছ আলী (৪৫), পিতা ওয়ারিছ আলী
৩) অলাছ মিয়া (৪০), পিতা আব্দুল মনাফ
৪) রুমান মিয়া (২৫), পিতা আলাই মিয়া
৫) সুজন মিয়া (২৯), পিতা আব্দুল গফুর
৬) মারজান (২৪), পিতা আব্দুর নুর
৭) সালাম মিয়া (২৬), পিতা আব্দুর নুর
(সকলেই মামদপুর, ডাক–সিরাজগঞ্জ বাজার, থানা–ছাতক, জেলা–সুনামগঞ্জ)
ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃতদের আজ ০২/১২/২০২৫ তারিখে পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে।














