পুরস্কার না নিয়ে কবর খননকারীর জানাজায় ছুটলেন অভিনেতা খাইরুল বাশার
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা, দীর্ঘদিন ধরে কবর খননকারী হিসেবে পরিচিত মনু মিয়া আর নেই। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মনু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ঢাকার ব্যস্ততা ছেড়ে ছুটে যান জনপ্রিয় অভিনেতা খাইরুল বাশার। ওইদিন সন্ধ্যায় রাজধানীতে একটি নাট্য পুরস্কার প্রদানের অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা ছিল, যেখানে তিনি সেরা নাট্য অভিনেতার পুরস্কার পেতেন। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে মনু মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জানাজায় অংশগ্রহণ এবং দাফনের কাজে সহায়তার জন্য নিজ এলাকা কিশোরগঞ্জে উপস্থিত হন।
দাফন সম্পন্ন করার পর খাইরুল বাশার মনু মিয়ার বাড়িতে যান এবং তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি জানান, প্রয়োজনে যেন তাকে ফোনে জানানো হয়, এমন বার্তাও দিয়ে আসেন।
নিজের ফেসবুক প্রোফাইলে শোক জানিয়ে অভিনেতা লেখেন: “মনু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বলেছিলেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে আল্লাহর ডাকে সাড়া দিতে চান। হয়তো তাঁর সেই প্রার্থনা কবুল হয়েছে। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।”
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে খাইরুল বাশার আরও বলেন, “মনু চাচা ছিলেন একজন সৎ, নির্মল হৃদয়ের মানুষ। আমি চেয়েছিলাম তাকে একটা ঘোড়া কিনে দিতে, কিন্তু তিনি রাজি হননি। এখন মনে হচ্ছে, সেই কথাটি রাখা হয়নি বলে আফসোস থেকেই গেল।”
জীবদ্দশায় মনু মিয়া প্রায় ৩,৫০০ কবর খনন করেছেন। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য তিনি নিজস্ব ঘোড়া ব্যবহার করতেন। তবে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকা সময় তার প্রিয় ঘোড়াটি রহস্যজনকভাবে হত্যা করা হয়।
এমন একজন মানুষের মৃত্যুতে অভিনয়জগতসহ সাধারণ মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।