ভূত ও কালো জাদুতে বিশ্বাসী কাজল, শেয়ার করলেন গা শিউরে ওঠা অভিজ্ঞতা!
বলিউড অভিনেত্রী কাজল জানিয়েছেন, অতিপ্রাকৃত বিষয় যেমন—ভূত, প্রেত, জ্বীন-পরী কিংবা কালো জাদুর প্রতি তার গভীর বিশ্বাস রয়েছে। এক ভয়াবহ অভিজ্ঞতার পর এসব বিষয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে বলে জানিয়েছেন তিনি।
ভারতের একটি সংবাদমাধ্যমে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, “আমি আগে এসব বিষয়কে গুরুত্ব দিতাম না। ভৌতিক সিনেমা দেখতাম না, আর বোনকে বলতাম—ভয় পেতে চাইলে আমার কাছেই চলে আয়। আমি ফ্রিতেই ভয় দেখিয়ে দেবো!” যদিও তার বোন ভয়ের সিনেমায় আগ্রহী ছিলেন, কাজল ছিলেন পুরো বিপরীত।
তবে নিজের অভিজ্ঞতা বদলে দিয়েছে তার বিশ্বাস। কলকাতার আশেপাশে একটি পুরনো প্রাসাদে শুটিং করতে গিয়ে তিনি এক অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেন। “প্রাসাদের জানালার পাশে হঠাৎ দেখি একটি মাথার খুলি রাখা রয়েছে। আমাদের ইউনিটের কেউ সেটি রাখেনি,” বলেন তিনি।
এর কিছুক্ষণের মধ্যেই আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটে। “একটি মেয়ে আমার কাছে এসে বলে, ‘আন্টি, আমি কমলালেবুর রস খেতে খুব ভালোবাসি।’ মেয়েটির পোশাক ও চেহারা ছিল পেত্নীর মতো। পরে খুঁজেও তাকে কোথাও পাইনি।”
কালো জাদু নিয়ে নিজের ধারণার বিষয়ে কাজল বলেন, “যদি আপনি আলোর অস্তিত্বে বিশ্বাস করেন, তবে অন্ধকারের উপস্থিতিও মেনে নিতে হবে। এমন সময় আসে, যখন আপনি নিজেই বুঝে যাবেন চারপাশে কিছু অস্বাভাবিক ঘটছে।”
এমন অভিজ্ঞতার পর, অতিপ্রাকৃত জগৎ সম্পর্কে কাজলের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে বলেই জানান তিনি।