১৪ দলের সাবেক মিত্রদের নিয়ে সমালোচনায় সালাহউদ্দিন: ‘এখন সংস্কার কমিশনে বড় কথা বলছে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা একসময় ১৪ দলের অংশ হিসেবে আওয়ামী লীগের সঙ্গে ছিল, তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় বক্তব্য দিচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, যারা সোহরাওয়ার্দী উদ্যানে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তুলেছে, তারা মূলত ‘চরের দল’, যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনকে বৈধতা দিয়েছিল।
শনিবার (৫ জুলাই) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, গণতন্ত্রের ইতিহাস জনগণের কাছে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা চলছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া হলেও, এখন প্রয়োজন স্বল্পমেয়াদি সংস্কার ও দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে সংবিধানসহ প্রয়োজনীয় সব ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, ভিন্নমত বা রাজনৈতিক বিরোধিতা থাকলেও, যারা গণঅভ্যুত্থানের পক্ষে, তাদের ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উদ্যোগ নিতে হবে।
সালাহউদ্দিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ যদি সংস্কার কিংবা বিচারের নামে দীর্ঘ সময় ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায়, তবে তা একটি দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে, প্রয়োজনে বিএনপি আবারও আন্দোলনে যাবে।
নতুন ছাত্র রাজনৈতিক দল এনসিপি (NCP) প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ছাত্রদের গঠিত এই নতুন দলের সফলতা কামনা করি। তারা মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ নেবে না বললেও, কেমন ধরনের সংস্কার হলে তারা নির্বাচনে যাবে তা স্পষ্ট করে জানায়নি।