ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানি হামলায় সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত—প্রথমবার স্বীকার করল ইসরাইল

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

গত মাসে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন তথ্য প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৮ জুলাই) রয়টার্সকে দেওয়া এক ব্রিফিংয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরাইলি সামরিক কর্মকর্তা বলেন, হামলা “খুব সীমিত কয়েকটি স্থানে” হয়েছে এবং এসব সামরিক ঘাঁটির কার্যক্রম এখনো চালু আছে।

তিনি ঠিক কোন ঘাঁটি বা কোন ধরনের ক্ষয়ক্ষতির কথা বলছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এর আগেও, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে জানায়, ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের সামরিক উত্তেজনার সময় ইরান পাঁচটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এই হামলাগুলোকে ইসরাইল দীর্ঘদিন অস্বীকার করে এলেও এবার প্রথমবারের মতো আংশিকভাবে সত্যতা স্বীকার করল দেশটি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
৪৮ বার পড়া হয়েছে

ইরানি হামলায় সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত—প্রথমবার স্বীকার করল ইসরাইল

আপডেট সময় ০৯:৪৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

গত মাসে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন তথ্য প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৮ জুলাই) রয়টার্সকে দেওয়া এক ব্রিফিংয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরাইলি সামরিক কর্মকর্তা বলেন, হামলা “খুব সীমিত কয়েকটি স্থানে” হয়েছে এবং এসব সামরিক ঘাঁটির কার্যক্রম এখনো চালু আছে।

তিনি ঠিক কোন ঘাঁটি বা কোন ধরনের ক্ষয়ক্ষতির কথা বলছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এর আগেও, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে জানায়, ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের সামরিক উত্তেজনার সময় ইরান পাঁচটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এই হামলাগুলোকে ইসরাইল দীর্ঘদিন অস্বীকার করে এলেও এবার প্রথমবারের মতো আংশিকভাবে সত্যতা স্বীকার করল দেশটি।