মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: মাহিনের ৫ ও রবিনের ২ দিনের রিমান্ড
ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া মাহমুদুল হাসান মাহিনকে পাঁচ দিনের এবং তারেক রহমান রবিনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মাহিনকে সোহাগ হত্যা মামলায় এবং রবিনকে অস্ত্র আইনে করা মামলায় রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ঘটনাটির পর রাজধানীর কোতোয়ালী থানায় দুটি মামলা দায়ের করা হয়—একটি হত্যা মামলা এবং অপরটি অস্ত্র আইনে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এজহারভুক্ত আসামি মাহিন ও রবিনকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনকে র্যাব গ্রেফতার করেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক বিরোধ এবং পুরনো শত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আরও তথ্য জানার জন্য তদন্ত চলছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও মাথায় ইট-পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় জড়িতদের মধ্যে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা রজ্জব আলী পিন্টু এবং দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী যেন এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেয় এবং কোনো ধরনের শৈথিল্য না দেখায়।