চাঁদপুরে সুপারি বাগান থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে হত্যাকাণ্ড
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে একটি সুপারি বাগান থেকে হাসানুর রহমান (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে শাহ আলম নামের এক ব্যক্তির পোল্ট্রি খামারের পাশের বাগানে তার মরদেহ পাওয়া যায়।
নিহত হাসানুর রহমান একই এলাকার বাসিন্দা খোকন মিজির ছেলে এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
পরিবারের দাবি, সম্প্রতি গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত করে হাসানুরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তাকে হত্যার হুমকি দেয় স্থানীয় কিছু ব্যক্তি। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার জুমার নামাজের পর খবর আসে, পাশের বাগানে তার মরদেহ পড়ে আছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, মরদেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।