ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo প্রকৌশল শিক্ষার্থীরা নিজেরাই নিচের পর্যায়ে যেতে চাইছে’ — মন্তব্য ডিপ্লোমা সংগ্রাম পরিষদের Logo নুরের ওপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান Logo মাহমুদ আব্বাসসহ ৮০ ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র Logo মেরুন পোশাকধারী যুবক গোয়েন্দা পুলিশের কেউ নন: ডিবি প্রধান Logo নুরের খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo জ্ঞান ফিরে পেলেও সংকটমুক্ত নন নুর, গঠিত হয়েছে মেডিকেল বোর্ড Logo শিক্ষার্থীদের কাছে ধারালো বস্তু ছিল, আহত হয়েছে পুলিশ: রমনা ডিসি Logo ইসির ঘোষণায় প্রস্তুতি শেষ: আগামীকাল জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ Logo যমুনা অভিমুখে বিক্ষোভে প্রকৌশল শিক্ষার্থীরা, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণযোগ্য, শুনানি ২১ অক্টোবর

“নিরপেক্ষ ইসি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়”: যশোরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ না হয়, তবে দেশে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করা অসম্ভব।” বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে যশোরের ঈদগাহ মোড়ে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘জনতার দুয়ারে বিচার সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্য’ শীর্ষক এ সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “আমরা দেশে একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে বাংলাদেশপন্থী নীতির ভিত্তিতে রাজনীতি ও পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। আমাদের আন্দোলনের মূল ভিত্তি হবে বিচারব্যবস্থার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন।”

তিনি অভিযোগ করেন, “গত ১৬ বছরে নির্বাচন কমিশন সর্বাধিক দলীয় প্রভাবের অধীন ছিল। তিনটি জাতীয় নির্বাচন বিতর্কিত হয়েছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে নিরপেক্ষ ইসি গঠন অপরিহার্য।”

নাহিদ ইসলাম আরও বলেন, “যদি ভবিষ্যতে গণঅভ্যুত্থান হলেও নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার না হয়, তবে জাতির সামনে অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু আমরা সেই অন্ধকার আসতে দেব না।”

তিনি আরও যোগ করেন, “আমরা কিছুসংখ্যক কর্মী নিয়ে যাত্রা শুরু করেছিলাম, অথচ লক্ষ-কোটি মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের প্রকৃত শক্তি হলো জনগণ।”

এ সময় তিনি ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন, যেখানে থাকবে না দলীয়করণ, থাকবে স্বাধীন বিচারব্যবস্থা এবং জনগণের অধিকার নিশ্চিত করা হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন:

  • এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

  • দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

  • যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু

  • সংগঠক মো. আতাউল্লাহ

  • সাকিব শাহরিয়ার

  • খালেদ সাইফুল্লাহ জুয়েল

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস ইসলাম। যশোর জেলা ও স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
৫৬ বার পড়া হয়েছে

“নিরপেক্ষ ইসি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়”: যশোরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

আপডেট সময় ১০:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ না হয়, তবে দেশে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করা অসম্ভব।” বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে যশোরের ঈদগাহ মোড়ে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘জনতার দুয়ারে বিচার সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্য’ শীর্ষক এ সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “আমরা দেশে একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে বাংলাদেশপন্থী নীতির ভিত্তিতে রাজনীতি ও পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। আমাদের আন্দোলনের মূল ভিত্তি হবে বিচারব্যবস্থার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন।”

তিনি অভিযোগ করেন, “গত ১৬ বছরে নির্বাচন কমিশন সর্বাধিক দলীয় প্রভাবের অধীন ছিল। তিনটি জাতীয় নির্বাচন বিতর্কিত হয়েছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে নিরপেক্ষ ইসি গঠন অপরিহার্য।”

নাহিদ ইসলাম আরও বলেন, “যদি ভবিষ্যতে গণঅভ্যুত্থান হলেও নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার না হয়, তবে জাতির সামনে অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু আমরা সেই অন্ধকার আসতে দেব না।”

তিনি আরও যোগ করেন, “আমরা কিছুসংখ্যক কর্মী নিয়ে যাত্রা শুরু করেছিলাম, অথচ লক্ষ-কোটি মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের প্রকৃত শক্তি হলো জনগণ।”

এ সময় তিনি ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন, যেখানে থাকবে না দলীয়করণ, থাকবে স্বাধীন বিচারব্যবস্থা এবং জনগণের অধিকার নিশ্চিত করা হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন:

  • এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

  • দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

  • যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু

  • সংগঠক মো. আতাউল্লাহ

  • সাকিব শাহরিয়ার

  • খালেদ সাইফুল্লাহ জুয়েল

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস ইসলাম। যশোর জেলা ও স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।