ব্রেকিং নিউজ :
ইউক্রেনকে আবারও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দেবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ইউক্রেনকে আবারও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। রোববার (১৩ জুলাই) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এক বক্তব্যে তিনি এ তথ্য জানান, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে ঠিক কতটি প্যাট্রিয়ট ইউনিট ইউক্রেনকে দেয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি হোয়াইট হাউস। ট্রাম্প বলেন, এই সামরিক সরঞ্জাম সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে না— ইউক্রেন সরকারকে এর জন্য অর্থ পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, এর আগেও ২০২২ সালে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সরবরাহের ঘোষণা দেয়, যা ২০২৩ সালে হস্তান্তর করা হয়। এছাড়াও, যুক্তরাষ্ট্রের দূরপাল্লার রকেট লঞ্চার সিস্টেম হাইমার্স ইউক্রেনীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল।