চলতি ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে মধুমিতা সরকার, পাত্র ইঞ্জিনিয়ার দেবমাল্য
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার শিগগিরই জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। চলতি বছরের ডিসেম্বরে তিনি বিয়ে করছেন বলে জানা গেছে। পাত্রের নাম দেবমাল্য চক্রবর্তী, যিনি মূলত বিনোদন জগতের কেউ নন—পেশায় একজন ইঞ্জিনিয়ার।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্যের সঙ্গেই এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন মধুমিতা। যদিও এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি, তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে—৫ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বৌভাত।
২০২৩ সালের দুর্গাপূজার সপ্তমীতে দেবমাল্যের সঙ্গে প্রথম সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছিলেন মধুমিতা। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘নতুন শুরু।’ এরপর থেকে প্রায়ই এই জুটিকে একসঙ্গে দেখা গেছে বিভিন্ন পোস্টে, এবং সাক্ষাৎকারে প্রেমের বিষয়টি স্বীকারও করেছেন অভিনেত্রী নিজেই।
উল্লেখ্য, এর আগে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে কাজ করার সময় মধুমিতা প্রেমে পড়েছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তীর। তারা ২০১৫ সালে আইনি বিয়েও করেছিলেন, তবে ২০১৯ সালে সেই সম্পর্কের ইতি টানেন।
এবার নতুন জীবনসঙ্গীর সঙ্গে মধুমিতা শুরু করতে যাচ্ছেন জীবনের আরেকটি সুন্দর অধ্যায়।