ব্রেকিং নিউজ :
আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলবর্তী এলাকায় ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এই তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) স্থানীয় সময় ভূমিকম্পটি আঘাত হানে আলাস্কার পপোফ দ্বীপের কাছে, যার কেন্দ্র ছিল স্যান্ড পয়েন্ট শহরের কাছে।
ঘটনার পরপরই এলাকায় সাইরেন বাজানো হয়, ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে একটি সুনামি সতর্কতা জারি করা হলেও, পরে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ তা প্রত্যাহার করে নেয়।
তবে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাসিন্দাদের এখনও নিম্নভূমি ছেড়ে উঁচু স্থানে অবস্থান করতে বলা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।