সংখ্যানুপাতিক নির্বাচন না বুঝলে রাজনীতি ছাড়ার আহ্বান নুরের
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসান ও নতুন শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। তাঁর মতে, যারা এই পদ্ধতির গুরুত্ব বোঝেন না, তাদের রাজনীতির ময়দানে থাকার প্রয়োজন নেই।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় ‘৩৬ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ’ স্মরণে আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন নুর।
নুর বলেন, গণঅভ্যুত্থানের অংশীদারদের মধ্যে মতপার্থক্য ও বিভাজনের কারণে ফ্যাসিবাদ আবার সক্রিয় হয়ে উঠছে। এর প্রমাণ হিসেবে তিনি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ওপর হামলার ঘটনা তুলে ধরেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, অন্যথায় আন্দোলন ব্যর্থ হবে বলে সতর্ক করেন।
তিনি রাজনৈতিক পরিমণ্ডলে ব্যবহৃত অপমানজনক ও কুরুচিকর ভাষারও সমালোচনা করেন। বলেন, একে অপরের বিরুদ্ধে নোংরা স্লোগান ছুড়ে দিলে রাজনীতিতে সহনশীলতা এবং পারস্পরিক সহাবস্থান সম্ভব নয়।