উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২০, হাসপাতালে চিকিৎসাধীন ১৭১ জন
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭১ জন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ৭০ জন, ঢাকা মেডিকেলে ৩ জন, সিএমএইচে ১৭ জন, কুর্মিটোলা হাসপাতালে ২ জন, উত্তরা লুবনা কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ১ জন রয়েছেন।
দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ী এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান আছড়ে পড়ে। মুহূর্তেই বিমানে আগুন ধরে যায়।
ঘটনার পরপরই সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেয়।
যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটিতে তখন প্রাথমিক শ্রেণির ক্লাস চলছিল— বিশেষ করে নার্সারি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিল। ওই সময় স্কুল ছুটির আগমুহূর্ত ছিল বলে জানা গেছে।
বিমানের বিকট শব্দে শিক্ষার্থী, শিক্ষক এবং আশপাশের লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। ঘটনাস্থলে খবর পেয়ে দ্রুত অভিভাবকরাও ছুটে আসেন।
আইএসপিআর আরও জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং প্রায় ১৩ মিনিট আকাশে ছিল।
এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে সরকার আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। ওইদিন দেশের সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত, ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।