লামিয়ার পরিবারের প্রতি তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিলেন আমীর খসরু
সাভারের মাইলস্টোন এলাকায় মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারান লামিয়া আক্তার সোনিয়া, যিনি মেয়ে জায়রাকে স্কুল থেকে আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এই হৃদয়বিদারক ঘটনায় লামিয়ার পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৮ জুলাই) বিকেলে আমীর খসরু নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “স্বাস্থ্যখাতে বিনিয়োগের ঘাটতি রয়েছে, যা উন্নয়নের বড় অন্তরায়। এই খাতে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত বিনিয়োগ প্রয়োজন।” এছাড়া তিনি দুর্ঘটনার পেছনের কারণ নিরূপণের জন্য সুষ্ঠু তদন্তের দাবিও জানান।
বিএনপির পক্ষ থেকে তিনি নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, মাইলস্টোন স্কুলে পড়ুয়া তৃতীয় শ্রেণির ছাত্রী জায়রাকে আনতে গিয়ে নিখোঁজ হন তার মা লামিয়া। এক ঘণ্টা পর সেনাবাহিনীর সদস্যরা জায়রাকে নিরাপদে উদ্ধার করলেও লামিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত ২৪ জুলাই সন্ধ্যায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার মরদেহ শনাক্ত করা হয়।
লামিয়া ছিলেন সাভার উপজেলার বাগ্নিবাড়ি এলাকার সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনের কন্যা এবং উত্তরার ১৮ নম্বর সেক্টরের ব্যবসায়ী আমিরুল ইসলাম জনির স্ত্রী।