ব্রেকিং নিউজ :
নুরের খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ শনিবার (৩০ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেন।
আবু হানিফ জানান, দুপুর ১টার দিকে ড. ইউনূস নুরুল হক নুরের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় নুর তাকে গতকালের ঘটনার বিবরণ দেন। ফোনালাপে ড. ইউনূস দায়ীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এর আগে শুক্রবার রাতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে যান।