স্বাভাবিক সম্পর্ক হারাবে ইসরায়েল, সতর্ক করলো সৌদি আরব
পশ্চিম তীরকে ইসরায়েলের মানচিত্রে যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়িত হলে আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে বলে সতর্ক করেছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এর আগে একই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতও তেলআবিবকে কড়া বার্তা দিয়েছিল।
ইসরায়েলি গণমাধ্যম কান নিউজ জানায়, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এক বৈঠকে এ সতর্কবার্তা দেন সৌদি যুবরাজ। মূলত পশ্চিম তীর দখল প্রসঙ্গে আবুধাবির অবস্থানের প্রতি সমর্থন জানায় রিয়াদ।
২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আমিরাত ও বাহরাইনসহ কয়েকটি আরব দেশ। তবে তখন শর্ত ছিল— পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপন বা দখলদারিত্ব না বাড়ানো।
তবে সম্প্রতি ইসরায়েলি সরকার জানায়, গুটিকয়েক এলাকা বাদে পশ্চিম তীরের অধিকাংশ অঞ্চল নিজেদের সার্বভৌমত্বের আওতায় আনতে চায় তারা। দেশটির অর্থমন্ত্রী দাবি করেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নস্যাৎ করতেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
গত ২৩ জুলাই ইসরায়েলি পার্লামেন্ট নেসেট আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীর সংযুক্তির অনুমোদন দেয়। সিদ্ধান্তকে ঘিরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ ও তার জোটসঙ্গীরা প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করে।
উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। পরে ৯০-এর দশকে অসলো অ্যাকর্ডের আওতায় ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে ধাপে ধাপে নিয়ন্ত্রণ হস্তান্তরের পরিকল্পনা করা হলেও তা কখনো বাস্তবায়ন হয়নি। প্রায় তিন দশক ধরে অঞ্চলটি বিভক্ত অবস্থায় রয়ে গেছে।