ভোটকেন্দ্রে প্রবেশ রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমেই: আবিদুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদল প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান। তার বিরুদ্ধে ভোটকেন্দ্রে অননুমোদিতভাবে প্রবেশের অভিযোগ উঠলেও তিনি দাবি করেছেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই তিনি সেখানে প্রবেশ করেছিলেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে। জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে তাকে দেখা যায়। নয়টার কিছু আগে তিনি সেখানে পৌঁছান এবং কেন্দ্রে প্রবেশ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে ঢুকেছি, কোনো নিয়ম ভঙ্গ করিনি।”
পরে সকাল ১০টার দিকে তিনি কার্জন হলের সামনে ভোটকেন্দ্রে উপস্থিত হন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আমি অভিযোগ করতে চাই না, বরং এই ভোটের উৎসবটা উদযাপন করতে চাই।”
ডাকসু নির্বাচন উপলক্ষে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলছে বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।