ব্রেকিং নিউজ :
ডাকসু ভোটে চমক! সূর্যসেন হলে রেকর্ড অংশগ্রহণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্যে দেখা গেছে, গড়ে ৭৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।
সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে সূর্যসেন হলের শিক্ষার্থীরা—যেখানে ভোট পড়েছে ৮৮ শতাংশ। এরপর রয়েছে শেখ মুজিবুর রহমান হল (৮৭ শতাংশ), শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (৮৪.৫৬ শতাংশ), হাজী মুহম্মদ মুহসীন হল (৮৩.৩৭ শতাংশ) ও অমর একুশে হল (৮৩.৩০ শতাংশ)।
মেয়েদের হলগুলোতে অংশগ্রহণ তুলনামূলক কম ছিল। রোকেয়া হলে ৬৫.৫০ শতাংশ, কবি সুফিয়া কামাল হলে ৬৪ শতাংশ এবং শামসুন নাহার হলে ৬৩.৬৭ শতাংশ ভোট পড়েছে। এছাড়া, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৬৮.৩৯ শতাংশ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৬৭.০৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।
সবগুলো হল মিলিয়ে সামগ্রিকভাবে ডাকসুর ভোটের গড় দাঁড়িয়েছে ৭৮.৩৩ শতাংশ।