ব্রেকিং নিউজ :
নেপালের রাজনৈতিক সংকটে বাংলাদেশিদের সতর্কতা জারি
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ বাসা বা হোটেলেই অবস্থান করতে বলা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে নির্দিষ্ট দুটি ফোন নম্বরে যোগাযোগ করার নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে, ব্যাপক আন্দোলনের মুখে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগপত্র জমা দেন।