শেখ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে আবারও সাক্ষ্য দিচ্ছেন সাক্ষীরা
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১৫তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এদিন আদালতে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
মামলাটিতে ইতোমধ্যে শহীদ পরিবার, আহত ব্যক্তি, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীসহ ৪৫ জন সাক্ষ্য দিয়েছেন। তারা সবাই জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার বর্ণনা দেন এবং অভিযুক্তদের বিচার দাবি করেন। সাক্ষীরা বিশেষভাবে শেখ হাসিনা, কামাল ও মামুনকে পুরো ঘটনার পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেছেন।
গতকাল আদালতে সাক্ষ্য দেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। তিনি জানান, গত ২৪ মার্চ স্বেচ্ছায় অনুতপ্ত হয়ে রাজসাক্ষী হিসেবে তার কাছে জবানবন্দি দিয়েছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এরপর মিডফোর্ড হাসপাতালের এক চিকিৎসকও সাক্ষ্য দেন।
এর আগে ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। প্রসিকিউশন শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে।