গাজা শান্তি আলোচনা অনিশ্চিত, ইসরায়েলের পদক্ষেপে ক্ষুব্ধ ট্রাম্প
কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা নিয়ে অবশেষে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, এই হামলার ধরণ তাকে সন্তুষ্ট করতে পারেনি, বরং এতে গাজার শান্তি আলোচনার ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে।
গতকাল (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,
“পরিস্থিতি ভালো নয়, এতে আমি মোটেও খুশি নই। আমরা বন্দিদের মুক্তি চাই, তবে যেভাবে ঘটনা ঘটেছে তাতে আমাদের অসন্তুষ্টি রয়েছে।”
মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন উপদেষ্টা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, ট্রাম্পকে সরাসরি ইসরায়েল অবহিত না করে, যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের মাধ্যমে খবরটি জানানো হয়। পরে ট্রাম্প দ্রুত কাতার সরকারের কাছে আনুষ্ঠানিক বার্তা পাঠাতে নির্দেশ দেন। তবে সেই সময়ের মধ্যে ইসরায়েলের বিমান হামলা ইতিমধ্যেই হয়ে যায়।