দোহায় ভয়াবহ বিমান হামলা, হামাস শীর্ষ নেতারা নিরাপদে
কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের অবস্থানরত এলাকায় একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) চালানো ওই হামলায় হামাসের শীর্ষ নেতারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, অন্তত ১২ দফা বিমান হামলার লক্ষ্য ছিল খলিল আল হায়া ও জাহের জাবারিনসহ বেশ কয়েকজন হামাস নেতা। যদিও তারা নিরাপদে আছেন, তবু তাদের ব্যবহৃত হোটেল ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এই অভিযানের নেতৃত্ব দেন বলে জানা গেছে। অন্যদিকে কাতার এটিকে সরাসরি “সন্ত্রাসী হামলা” বলে আখ্যা দিয়েছে।
এই হামলা এমন সময় ঘটল, যখন ইসরায়েলি সেনাপ্রধান মাত্র কয়েকদিন আগে বিদেশে অবস্থানরত হামাস নেতাদের হত্যার হুমকি দেন। তার অল্প সময় পরেই তেলআবিব গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত পরিকল্পনা গ্রহণ করে।
















