ইতিহাস গড়লেন রোনালদো, ছুঁলেন বাছাইপর্বের শীর্ষ রেকর্ড
ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো আবারও ছুঁলেন আরেকটি বিশ্বরেকর্ড। বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জায়গা পাকা করলেন তিনি।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক গোল এবং সর্বাধিক ম্যাচ খেলার কীর্তি রোনালদোর দখলেই ছিল। এবার তিনি যুক্ত করলেন নতুন আরেকটি অর্জন—বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড।
হাঙ্গেরির বিপক্ষে এটি ছিল তার ক্যারিয়ারের ৪৯তম বিশ্বকাপ বাছাই ম্যাচ, যেখানে গোলের সংখ্যা দাঁড়াল ৩৯-এ। এর আগে গুয়াতেমালার কার্লোস রুইজ ৪৭ ম্যাচে করেছিলেন ৩৯ গোল, যা এতদিন একক রেকর্ড ছিল।
ম্যাচে শুরুতে হাঙ্গেরি এগিয়ে গেলেও বার্নার্দো সিলভা পর্তুগালকে সমতায় ফেরান। এরপর পেনাল্টি থেকে রোনালদো দলকে লিড এনে দেন। যদিও হাঙ্গেরি পরে সমতায় ফেরে, তবে শেষ মুহূর্তে জয়সূচক গোল করেন কানসেলো।
এদিকে, একই রাতে ফ্রান্স ২-১ গোলে আইসল্যান্ডকে হারায়। এই ম্যাচে গোল করে কিলিয়ান এমবাপ্পে ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিকে পেছনে ফেলেছেন। এমবাপ্পের বর্তমান গোলসংখ্যা ৯২ ম্যাচে ৫২টি। তালিকার শীর্ষে রয়েছেন অলিভার জিরু (১৩৭ ম্যাচে ৫৭ গোল)।