ইয়ামালের প্রেম ভাঙেনি, নিকোল জানালেন খোলাখুলি কথা
বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল এবং আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোলের প্রেমের খবর অনেকদিন ধরেই আলোচনায়। সম্প্রতি শোনা যাচ্ছিল, মাত্র ১৩ দিনের মাথায় ভেঙে গেছে তাদের সম্পর্ক। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন নিকোল।
বার্সেলোনার একটি ফ্যাশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিকোল জানান, তিনি অনেক সুখে আছেন এবং ভালোবাসায় ভরপুর সময় কাটাচ্ছেন। তার ভাষায়, “বার্সেলোনায় আমি অসাধারণ আতিথেয়তা পাচ্ছি। এখানকার মানুষ খুব আন্তরিক।”
অনুষ্ঠানে বারবার সাংবাদিকদের দৃষ্টি ঘুরছিল নিকোলের দিকে। তিনি বিব্রতকর প্রশ্ন এড়িয়ে গেলেও জানিয়েছেন, কাতালান ভাষা শেখার আগ্রহ রয়েছে তার।
ইয়ামালের জন্মদিনে সঙ্গী হয়ে আরও আলোচনায় আসেন নিকোল। সেই থেকে জল্পনা শুরু হলেও কয়েকদিন আগে গণমাধ্যম দাবি করেছিল, তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তবে স্প্যানিশ সতীর্থ নিকো উইলিয়ামসের পোস্টে দেখা যায়, ইয়ামালের ফোনের ওয়ালপেপারেই রয়েছে নিকোলের ছবি। তিনি মজার ছলে লিখেছেন— “আমাদের ছেলে প্রেমে পড়েছে।”