এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব: ক্রিকেট নাকি রাজনীতি বড়?
এশিয়া কাপের আসল উত্তেজনা জমে উঠবে রোববার, যখন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই সব সময়ই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ। তবে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে এবার দুবাইয়ের ম্যাচ ঘিরে আগ্রহ আরও বেড়েছে।
প্রায় দেড় যুগ ধরে দুই দল টেস্ট খেলেনি এবং দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ আছে ১৩ বছর ধরে। তবে এশিয়া কাপে অন্তত দুইবার কিংবা ফলাফলের ওপর ভিত্তি করে তিনবারও মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।
আইসিসি এবং আয়োজকদের জন্যও এই ম্যাচ সবচেয়ে লাভজনক। দর্শক, স্পনসর ও সম্প্রচারকদের চোখ থাকে মূলত এই লড়াইয়েই। বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির মতো আসরেও ভারত-পাকিস্তান ম্যাচেই তৈরি হয়েছে টিভি দর্শকের রেকর্ড।
অন্যদিকে, শ্রীলঙ্কা বা অন্য দলগুলোর সমর্থকরা মনে করেন, এই আলোচনায় তাদের অর্জনগুলো আড়ালে পড়ে যায়। শেষবার সুপার ফোরে শুধু এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখায় সমালোচনার ঝড়ও উঠেছিল।
যা-ই হোক, এবারের এশিয়া কাপে সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। দর্শক, ভক্ত, স্পনসর – সবার নজর থাকবে কেবল এই লড়াইয়েই।