ব্রেকিং নিউজ :
চাকরির জন্য নয়, মানুষ উদ্যোক্তা হওয়ার জন্য জন্মেছে
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ জন্মেছে উদ্যোক্তা হওয়ার জন্য, কেবল চাকরির জন্য নয়। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, প্রযুক্তি এখন বিশ্বকে এক সূত্রে বেঁধেছে। এই প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে প্রত্যেক মানুষ যেন তার নিজস্ব সক্ষমতা অনুযায়ী এগিয়ে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। বর্তমানে মানুষ নানা ধরণের উদ্যোক্তা হিসেবে কাজ করছে, ভবিষ্যতে আরও সুযোগ তৈরি হবে।
মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেন, নতুন ভবনে পিকেএসএফ আরও শক্তিশালীভাবে নতুন যাত্রা শুরু করবে এবং প্রতিটি মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করবে।
ট্যাগস :
bangla news Desh24Live Muhammad Yunus উদ্যোক্তা তথ্যপ্রযুক্তি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস