ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়া মরদেহ পোড়ানো মামলা: ১৬ জনের বিরুদ্ধে আজ প্রথম সাক্ষ্যগ্রহণ

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

জুলাই অভ্যুত্থানের ঘটনায় আশুলিয়ায় পাঁচ মরদেহ ও একজনকে জীবিত পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় আজ (সোমবার) শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ। এ মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রথম দিনের সাক্ষ্য নেওয়া হবে।

গতকাল (রবিবার) আদালতে প্রারম্ভিক বক্তব্যে চিফ প্রসিকিউটর জানান, তাদের হাতে এমন সব প্রমাণ রয়েছে যা বিশ্বের যেকোনো আদালতে এই আসামিদের দোষী প্রমাণে যথেষ্ট।

শুনানির সময় আদালত প্রশ্ন তোলে, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে সম্ভব কি না। উত্তরে চিফ প্রসিকিউটর স্পষ্ট করেন, আইন অনুযায়ী তাদের বিচার করার এখতিয়ার এই ট্রাইব্যুনালের রয়েছে।

এছাড়া আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। একই মামলায় জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামও সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এ মামলায় ইতোমধ্যেই শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক এবং রাজসাক্ষীসহ মোট ৪৫ জন সাক্ষ্য প্রদান করেছেন। আজকের শুনানির মাধ্যমে মামলার বিচারপ্রক্রিয়ায় নতুন ধাপ শুরু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
১৩ বার পড়া হয়েছে

আশুলিয়া মরদেহ পোড়ানো মামলা: ১৬ জনের বিরুদ্ধে আজ প্রথম সাক্ষ্যগ্রহণ

আপডেট সময় ১২:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

জুলাই অভ্যুত্থানের ঘটনায় আশুলিয়ায় পাঁচ মরদেহ ও একজনকে জীবিত পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় আজ (সোমবার) শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ। এ মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রথম দিনের সাক্ষ্য নেওয়া হবে।

গতকাল (রবিবার) আদালতে প্রারম্ভিক বক্তব্যে চিফ প্রসিকিউটর জানান, তাদের হাতে এমন সব প্রমাণ রয়েছে যা বিশ্বের যেকোনো আদালতে এই আসামিদের দোষী প্রমাণে যথেষ্ট।

শুনানির সময় আদালত প্রশ্ন তোলে, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে সম্ভব কি না। উত্তরে চিফ প্রসিকিউটর স্পষ্ট করেন, আইন অনুযায়ী তাদের বিচার করার এখতিয়ার এই ট্রাইব্যুনালের রয়েছে।

এছাড়া আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। একই মামলায় জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামও সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এ মামলায় ইতোমধ্যেই শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক এবং রাজসাক্ষীসহ মোট ৪৫ জন সাক্ষ্য প্রদান করেছেন। আজকের শুনানির মাধ্যমে মামলার বিচারপ্রক্রিয়ায় নতুন ধাপ শুরু হচ্ছে।