ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন মাহমুদুর রহমান

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সাক্ষ্য দিতে গিয়ে মাহমুদুর রহমান বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে একটি চুক্তি করেন। এ সময় তাকে চাকরি এবং নিরাপদ অবসরের নিশ্চয়তা দেওয়া হয়েছিল।

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং শেখ তাপসের প্রত্যক্ষ ভূমিকার কারণেই বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়, যার উদ্দেশ্য ছিল সেনাবাহিনীকে দুর্বল করা। তার মতে, আওয়ামী ফ্যাসিবাদ একটি পরিকল্পিত প্রক্রিয়ার মধ্য দিয়েই সৃষ্টি হয়েছে, যেখানে বিদেশি শক্তির সম্পৃক্ততা ছিল।

এ মামলায় এ পর্যন্ত মোট ৪৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে। সোমবার সকালে আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হওয়া চৌধুরী মামুনকেও আদালতে হাজির করা হয়। একই দিনে আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
১২ বার পড়া হয়েছে

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন মাহমুদুর রহমান

আপডেট সময় ০১:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সাক্ষ্য দিতে গিয়ে মাহমুদুর রহমান বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে একটি চুক্তি করেন। এ সময় তাকে চাকরি এবং নিরাপদ অবসরের নিশ্চয়তা দেওয়া হয়েছিল।

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং শেখ তাপসের প্রত্যক্ষ ভূমিকার কারণেই বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়, যার উদ্দেশ্য ছিল সেনাবাহিনীকে দুর্বল করা। তার মতে, আওয়ামী ফ্যাসিবাদ একটি পরিকল্পিত প্রক্রিয়ার মধ্য দিয়েই সৃষ্টি হয়েছে, যেখানে বিদেশি শক্তির সম্পৃক্ততা ছিল।

এ মামলায় এ পর্যন্ত মোট ৪৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে। সোমবার সকালে আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হওয়া চৌধুরী মামুনকেও আদালতে হাজির করা হয়। একই দিনে আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।