১৮ সেপ্টেম্বর থেকে খেলাফত মজলিসের বিক্ষোভ শুরু
ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনের বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন মহাসচিব আবদুল কাদের।
তিনি জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর দেশের সব মহানগরীতে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়ন, এবং আওয়ামী দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধকরণ।
আবদুল কাদের অভিযোগ করেন, জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সরকার সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে।
একইদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়।