ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢামেকে একসঙ্গে জন্মানো ছয় শিশুর পাঁচজনই আর নেই

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজন মারা গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, মৃত শিশুদের আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। নবজাতকদের মা মোকসেদা আক্তার প্রিয়া বর্তমানে রাজধানীর কাটাবনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে রবিবার রাতে ও সকালে ঢামেক এবং কাটাবনের একটি হাসপাতালে চার নবজাতক মারা যায়। উল্লেখ্য, রবিবার সকালেই নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দেন।

চিকিৎসকরা জানিয়েছেন, মাত্র ২৭ সপ্তাহে অকাল প্রসব হওয়া এবং নবজাতকদের স্বাভাবিকের তুলনায় অনেক কম ওজন থাকায় তাদের অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
১০ বার পড়া হয়েছে

ঢামেকে একসঙ্গে জন্মানো ছয় শিশুর পাঁচজনই আর নেই

আপডেট সময় ০৮:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজন মারা গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, মৃত শিশুদের আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। নবজাতকদের মা মোকসেদা আক্তার প্রিয়া বর্তমানে রাজধানীর কাটাবনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে রবিবার রাতে ও সকালে ঢামেক এবং কাটাবনের একটি হাসপাতালে চার নবজাতক মারা যায়। উল্লেখ্য, রবিবার সকালেই নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দেন।

চিকিৎসকরা জানিয়েছেন, মাত্র ২৭ সপ্তাহে অকাল প্রসব হওয়া এবং নবজাতকদের স্বাভাবিকের তুলনায় অনেক কম ওজন থাকায় তাদের অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল।