ব্রেকিং নিউজ :
সিলেটে অজ্ঞান পার্টির ৫ সদস্য পুলিশের জালে
সিলেটের জালালাবাদ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ‘অজ্ঞান পার্টির’ পাঁচ সদস্যকে আটক করেছে। সোমবার গভীর রাতে কুমারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— রুকন মিয়া (২৭), রায়হান আহমদ জিসান (৩৪), মো. রবিউল আলম (২৬), সোহেল আহমদ (৪৮) এবং নজরুল ইসলাম (৫০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তারা নগরীর বিভিন্ন স্থানে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত। গোপন খবরের ভিত্তিতে কুমারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ট্যাগস :
Bangladesh Police Sunamganj Sylhet জালালাবাদ থানা পুলিশ অভিযান সিলেট এর খবর সিলেট ও সুনামগঞ্জ সিলেট মেট্রোপলিটন পুলিশ