মাত্র ২টি ফুচকার জন্য রাস্তায় বসে বসলেন নারী!
ভারতের গুজরাট রাজ্যের ভাদোদরায় ফুচকা কেন্দ্র করে অদ্ভুত এক ঘটনার সৃষ্টি হয়েছে। সেখানে এক নারী অভিযোগ করেন, ২০ রুপিতে ছয়টি ফুচকা দেওয়ার কথা থাকলেও তাকে দেওয়া হয়েছে মাত্র চারটি।
অতিরিক্ত দুটি ফুচকা দাবি করলে বিক্রেতা তা দিতে অস্বীকার করেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ নারী হঠাৎ করেই সড়কের মাঝখানে বসে পড়েন এবং ঘোষণা দেন— যতক্ষণ না ছয়টি ফুচকা দেওয়া হবে, ততক্ষণ তিনি সেখান থেকে উঠবেন না।
এতে এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পথচারীরা ঘটনাটি মোবাইলে ধারণ করতে শুরু করলে ঘটনাটি আরও আলোচনায় আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং জোরে বলতে থাকেন, “২০ রুপিতে ছয়টি ফুচকাই চাই, একটিও কম নয়।”
কয়েক ঘণ্টা টানটান উত্তেজনার পর পুলিশ তাকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শেষ পর্যন্ত তিনি তার দাবিকৃত দুটি ফুচকা পেয়েছিলেন কি না— তা নিশ্চিত হওয়া যায়নি।