ব্রেকিং নিউজ :
সালমান শাহ: কোটি টাকার নায়ক সম্পর্কে অজানা তথ্য
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে হয়ে উঠেছিলেন ঢালিউডের সবচেয়ে দামি নায়ক। ১৯৯২ সালে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয়ের সময় তিনি প্রথম ২৫ হাজার টাকা পারিশ্রমিক পান।
তার সাবেক স্ত্রী সামিরা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, প্রথম ছবির পর জনপ্রিয়তা বাড়তে থাকায় দ্রুতই তার পারিশ্রমিক বাড়তে শুরু করে। ‘তুমি আমার’ ছবির জন্য তিনি এক লাখ টাকা নেন। এরপর ‘দেনমোহর’-এ ১.৫ লাখ টাকা এবং সর্বশেষ ছটকু আহমেদের ‘বুকের ভিতর আগুন’-এর জন্য ১০ লাখ টাকা পারিশ্রমিক পান।
এই ১০ লাখ টাকা নিয়েই তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি নায়ক হয়ে ওঠেন। তবে আরও বেশ কিছু ছবির জন্য বাড়তি পারিশ্রমিক নেওয়ার পরিকল্পনা থাকলেও ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ করেই তার জীবন থেমে যায়।