গাজার শিশুদের পাশে দাঁড়ালেন এরদোগানের স্ত্রী
গাজা ও সংঘাতপীড়িত অন্যান্য অঞ্চলে শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় জোরালো আহ্বান জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান। কাতারের দোহায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব লীগের বিশেষ সম্মেলনের সাইডলাইনে তিনি কাতারের আমিরের মা শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে যৌথভাবে এ বিষয়ে উদ্যোগ নেন।
পরে ‘এডুকেশন অ্যাবোভ অল ফাউন্ডেশন’ থেকে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, ২০২৪ সাল সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের শিক্ষার অধিকারের জন্য সবচেয়ে ভয়াবহ বছর হিসেবে চিহ্নিত হয়েছে। গাজা, সুদান, ইউক্রেন, মিয়ানমার ও কলম্বিয়ায় অসংখ্য শিশু হত্যা, অনাহার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে—বিশেষ করে শিক্ষার সুযোগ থেকে।
এ ঘোষণায় ইসরাইলের বিরুদ্ধে গাজায় পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করার অভিযোগও আনা হয়, যাকে ‘এডুকেশনসাইড’ বলা হয়েছে। ঘোষণায় বলা হয়, বিশ্বকে এখনই এগিয়ে আসতে হবে, নইলে নিরপরাধ শিশুদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।
এই যৌথ ঘোষণায় এমিন এরদোগানসহ বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব স্বাক্ষর করেন। তারা শিক্ষার সুযোগ নিশ্চিত ও শিশুদের পুনর্বাসনে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।