ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রোবট দিয়ে গাজা সিটি ধ্বংস করছে ইসরাইল

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

গাজা সিটিতে স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরাইল। তবে সামরিক কর্মকর্তাদের দাবি, তাদের মূল উদ্দেশ্য জনগণকে দক্ষিণে সরিয়ে নেওয়া, যদিও হামাস যোদ্ধাদের অবস্থান নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

মার্চের পর থেকে গাজা সিটি ক্রমাগত বোমাবর্ষণ ও অবরোধের মুখে রয়েছে। এতে লাখো মানুষ খাদ্য ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। জাতিসংঘের তথ্য বলছে, মার্চ থেকে জুনের মধ্যে প্রতি মাসে দুই হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আগস্টে অভিযান তীব্র হওয়ার পর নিহতের সংখ্যা আরও বেড়েছে।

ইসরাইল এ অভিযানে রোবট ও দূরনিয়ন্ত্রিত যান ব্যবহার করছে। শুধু আগস্টেই ১৮০টিরও বেশি বোমাযুক্ত রোবট দিয়ে গাজা সিটির আবাসিক এলাকা ধ্বংস করা হয়। তেল আল-হাওয়া, শেইখ রিদওয়ান ও সফতাউই স্ট্রিটসহ বহু এলাকায় ২০০টিরও বেশি ভবন ভেঙে ফেলা হয়েছে।

১৬২তম ও ৯৮তম প্যারাট্রুপার ডিভিশন গাজায় অগ্রসর হচ্ছে, আর শিগগিরই ৩৬তম ডিভিশন যোগ দেবে বলে জানানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, পুরো শহর ঘিরে ফেলার প্রস্তুতি চলছে।

এ অভিযান যুক্তরাষ্ট্রের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের আগে উত্তর গাজাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চায় ইসরাইল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৯:২০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
৭ বার পড়া হয়েছে

রোবট দিয়ে গাজা সিটি ধ্বংস করছে ইসরাইল

আপডেট সময় ০১:২৯:২০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

গাজা সিটিতে স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরাইল। তবে সামরিক কর্মকর্তাদের দাবি, তাদের মূল উদ্দেশ্য জনগণকে দক্ষিণে সরিয়ে নেওয়া, যদিও হামাস যোদ্ধাদের অবস্থান নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

মার্চের পর থেকে গাজা সিটি ক্রমাগত বোমাবর্ষণ ও অবরোধের মুখে রয়েছে। এতে লাখো মানুষ খাদ্য ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। জাতিসংঘের তথ্য বলছে, মার্চ থেকে জুনের মধ্যে প্রতি মাসে দুই হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আগস্টে অভিযান তীব্র হওয়ার পর নিহতের সংখ্যা আরও বেড়েছে।

ইসরাইল এ অভিযানে রোবট ও দূরনিয়ন্ত্রিত যান ব্যবহার করছে। শুধু আগস্টেই ১৮০টিরও বেশি বোমাযুক্ত রোবট দিয়ে গাজা সিটির আবাসিক এলাকা ধ্বংস করা হয়। তেল আল-হাওয়া, শেইখ রিদওয়ান ও সফতাউই স্ট্রিটসহ বহু এলাকায় ২০০টিরও বেশি ভবন ভেঙে ফেলা হয়েছে।

১৬২তম ও ৯৮তম প্যারাট্রুপার ডিভিশন গাজায় অগ্রসর হচ্ছে, আর শিগগিরই ৩৬তম ডিভিশন যোগ দেবে বলে জানানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, পুরো শহর ঘিরে ফেলার প্রস্তুতি চলছে।

এ অভিযান যুক্তরাষ্ট্রের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের আগে উত্তর গাজাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চায় ইসরাইল।