ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, রাজধানীতে মশাল মিছিল Logo গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত ৬১, আহত শতাধিক Logo বয়স্ক যাত্রীর হয়রানির অভিযোগে এমিরেটসের যাত্রীসেবা নিয়ে প্রশ্ন Logo আইএইএ’র সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইরান, তবে নতুন কাঠামোতে: আরাঘচি Logo সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত Logo ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: আইন উপদেষ্টা Logo মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলেছি: জামায়াত আমির Logo মিডফোর্টের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির

আইএইএ’র সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইরান, তবে নতুন কাঠামোতে: আরাঘচি

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে তেহরানের পারমাণবিক সহযোগিতা বন্ধ করা হবে না, তবে এই সম্পর্ক ভবিষ্যতে একটি নতুন কাঠামো ও কৌশলে পরিচালিত হবে। শনিবার (১২ জুলাই) তেহরানে এক কূটনৈতিক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

আনাদোলু এজেন্সি তাসনিম নিউজকে উদ্ধৃত করে জানায়, তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে আয়োজিত ওই বৈঠকে আরাঘচি বলেন, “পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক কাঠামো যেভাবে লঙ্ঘিত হচ্ছে, তা কেবল ইরানের জন্য নয়, গোটা আন্তর্জাতিক ব্যবস্থার জন্যই হুমকিস্বরূপ।”

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম সবসময় শান্তিপূর্ণ ছিল এবং সে অবস্থানই বজায় থাকবে। পাশাপাশি, ইরান এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি)-তে অংশগ্রহণকারী দেশ হিসেবে সদস্যপদ ধরে রাখবে বলেও জানান তিনি।

আরাঘচি বলেন, “আইএইএ যদি কোনো সহযোগিতা চায়, তা হবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে, এবং কেস-বাই-কেস ভিত্তিতে তা মূল্যায়ন করা হবে।”

উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েলের পক্ষ থেকে ইরানের সামরিক ও বেসামরিক পারমাণবিক স্থাপনায় হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও সামরিক পদক্ষেপ নেয়, যার ফলে ১২ দিনব্যাপী উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে তেহরান আইএইএ’র সঙ্গে পূর্বনির্ধারিত সহযোগিতা স্থগিত করে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
১ বার পড়া হয়েছে

আইএইএ’র সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইরান, তবে নতুন কাঠামোতে: আরাঘচি

আপডেট সময় ১০:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে তেহরানের পারমাণবিক সহযোগিতা বন্ধ করা হবে না, তবে এই সম্পর্ক ভবিষ্যতে একটি নতুন কাঠামো ও কৌশলে পরিচালিত হবে। শনিবার (১২ জুলাই) তেহরানে এক কূটনৈতিক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

আনাদোলু এজেন্সি তাসনিম নিউজকে উদ্ধৃত করে জানায়, তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে আয়োজিত ওই বৈঠকে আরাঘচি বলেন, “পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক কাঠামো যেভাবে লঙ্ঘিত হচ্ছে, তা কেবল ইরানের জন্য নয়, গোটা আন্তর্জাতিক ব্যবস্থার জন্যই হুমকিস্বরূপ।”

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম সবসময় শান্তিপূর্ণ ছিল এবং সে অবস্থানই বজায় থাকবে। পাশাপাশি, ইরান এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি)-তে অংশগ্রহণকারী দেশ হিসেবে সদস্যপদ ধরে রাখবে বলেও জানান তিনি।

আরাঘচি বলেন, “আইএইএ যদি কোনো সহযোগিতা চায়, তা হবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে, এবং কেস-বাই-কেস ভিত্তিতে তা মূল্যায়ন করা হবে।”

উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েলের পক্ষ থেকে ইরানের সামরিক ও বেসামরিক পারমাণবিক স্থাপনায় হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও সামরিক পদক্ষেপ নেয়, যার ফলে ১২ দিনব্যাপী উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে তেহরান আইএইএ’র সঙ্গে পূর্বনির্ধারিত সহযোগিতা স্থগিত করে।