ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংসদে ঐতিহাসিক ভোট: ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা Logo ভূমিকম্পে কাঁপছে ফিলিপাইন, বড় ক্ষতির আশঙ্কা Logo টাইফুনে কাঁপছে জাপান, বাতাসের গতি ঘণ্টায় ২৫০ কিমি Logo ফেসবুক-ইনস্টাগ্রামেও নিষেধাজ্ঞা, নতুন ফিল্টার চালু আফগানিস্তানে Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম

আইএইএ’র সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইরান, তবে নতুন কাঠামোতে: আরাঘচি

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে তেহরানের পারমাণবিক সহযোগিতা বন্ধ করা হবে না, তবে এই সম্পর্ক ভবিষ্যতে একটি নতুন কাঠামো ও কৌশলে পরিচালিত হবে। শনিবার (১২ জুলাই) তেহরানে এক কূটনৈতিক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

আনাদোলু এজেন্সি তাসনিম নিউজকে উদ্ধৃত করে জানায়, তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে আয়োজিত ওই বৈঠকে আরাঘচি বলেন, “পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক কাঠামো যেভাবে লঙ্ঘিত হচ্ছে, তা কেবল ইরানের জন্য নয়, গোটা আন্তর্জাতিক ব্যবস্থার জন্যই হুমকিস্বরূপ।”

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম সবসময় শান্তিপূর্ণ ছিল এবং সে অবস্থানই বজায় থাকবে। পাশাপাশি, ইরান এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি)-তে অংশগ্রহণকারী দেশ হিসেবে সদস্যপদ ধরে রাখবে বলেও জানান তিনি।

আরাঘচি বলেন, “আইএইএ যদি কোনো সহযোগিতা চায়, তা হবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে, এবং কেস-বাই-কেস ভিত্তিতে তা মূল্যায়ন করা হবে।”

উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েলের পক্ষ থেকে ইরানের সামরিক ও বেসামরিক পারমাণবিক স্থাপনায় হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও সামরিক পদক্ষেপ নেয়, যার ফলে ১২ দিনব্যাপী উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে তেহরান আইএইএ’র সঙ্গে পূর্বনির্ধারিত সহযোগিতা স্থগিত করে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
৫৯ বার পড়া হয়েছে

আইএইএ’র সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইরান, তবে নতুন কাঠামোতে: আরাঘচি

আপডেট সময় ১০:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে তেহরানের পারমাণবিক সহযোগিতা বন্ধ করা হবে না, তবে এই সম্পর্ক ভবিষ্যতে একটি নতুন কাঠামো ও কৌশলে পরিচালিত হবে। শনিবার (১২ জুলাই) তেহরানে এক কূটনৈতিক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

আনাদোলু এজেন্সি তাসনিম নিউজকে উদ্ধৃত করে জানায়, তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে আয়োজিত ওই বৈঠকে আরাঘচি বলেন, “পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক কাঠামো যেভাবে লঙ্ঘিত হচ্ছে, তা কেবল ইরানের জন্য নয়, গোটা আন্তর্জাতিক ব্যবস্থার জন্যই হুমকিস্বরূপ।”

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম সবসময় শান্তিপূর্ণ ছিল এবং সে অবস্থানই বজায় থাকবে। পাশাপাশি, ইরান এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি)-তে অংশগ্রহণকারী দেশ হিসেবে সদস্যপদ ধরে রাখবে বলেও জানান তিনি।

আরাঘচি বলেন, “আইএইএ যদি কোনো সহযোগিতা চায়, তা হবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে, এবং কেস-বাই-কেস ভিত্তিতে তা মূল্যায়ন করা হবে।”

উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েলের পক্ষ থেকে ইরানের সামরিক ও বেসামরিক পারমাণবিক স্থাপনায় হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও সামরিক পদক্ষেপ নেয়, যার ফলে ১২ দিনব্যাপী উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে তেহরান আইএইএ’র সঙ্গে পূর্বনির্ধারিত সহযোগিতা স্থগিত করে।