ব্রেকিং নিউজ :
‘এনসিপির কিছু দাবি আমাদেরও পছন্দ’—সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সদ্য গঠিত এনসিপির অনেক বক্তব্যই বিএনপি গ্রহণ করে; তবে এসব দাবিকে বাস্তবে পরিণত করার আগে আইনগত ও সাংবিধানিক ভিত্তি থাকা প্রয়োজন। রোববার রাজধানীর এক আলোচনা সভায় তিনি বলেন, আবেগে চালিত কোনো বৈপ্লবিক আদেশ গ্রহণ করা ঠিক হবে না—কারণ ভবিষ্যতে তা জুডিশিয়ারির কাছে চ্যালেঞ্জ হতে পারে।
সালাহউদ্দিন আরও ব্যাখ্যা করেন যে, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম জাতীয় সংসদ এবং সংসদীয় আইনি রূপায়ণের মাধ্যমে তা নিশ্চিত করা হবে। সবাইকে সংবিধান ও আইনগত প্রক্রিয়ার বাইরে না যেতে অনুরোধও জানান তিনি।
















