ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে দাবি করেছেন, তার উদ্যোগেই ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। আগের বক্তব্যে তিনি বলেছিলেন, সংঘাত চলাকালে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, এবার তিনি সেই সংখ্যা বাড়িয়ে আটটি উল্লেখ করেছেন।

ফ্লোরিডার মায়ামিতে আয়োজিত আমেরিকান বিজনেস ফোরাম-এর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন।

তার ভাষায়, প্রেসিডেন্ট থাকাকালে তিনি কসোভো–সার্বিয়া, কঙ্গো–রুয়ান্ডা ছাড়াও আরও আটটি সংঘাত বন্ধ করতে ভূমিকা রাখেন, যার মধ্যে ভারত–পাকিস্তান সংঘর্ষও একটি ছিল।

সংঘাতের প্রসঙ্গে ট্রাম্প বলেন,

“আমি তখন ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনের পথে ছিলাম। হঠাৎ পত্রিকার প্রথম পাতায় দেখি তারা যুদ্ধের মুখে। সাতটি বিমান ধ্বংস হয়েছে, আর একটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত— অর্থাৎ মোট আটটি বিমান ভূপাতিত।”

 

তিনি আরও দাবি করেন, দুটি পারমাণবিক শক্তিধর দেশ যখন যুদ্ধের মুখে, তখন তিনি উভয় পক্ষকে সতর্ক করেন যে, শান্তিতে না এলে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কোনো বাণিজ্য করবে না।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, শুরুতে দিল্লি ও ইসলামাবাদ তার প্রস্তাবে রাজি হয়নি। কিন্তু তিনি জানিয়ে দেন, “যুদ্ধ মানে বাণিজ্যও বন্ধ।” এরপরের দিনই তাকে ফোন করে জানানো হয়, তারা শান্তি স্থাপনে সম্মত হয়েছে।

“আমি বলেছিলাম, ধন্যবাদ, এখন বাণিজ্যের পথ খুলে দিই,” — যোগ করেন ট্রাম্প।
তার মতে, যুক্তরাষ্ট্রের কঠোর শুল্কনীতিই এই সমঝোতাকে সম্ভব করেছে।

 

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, যুদ্ধবিরতি হয়েছিল পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের অনুরোধে, যখন তারা ভারতের পাল্টা অভিযানে চাপে পড়ে।

তবুও ট্রাম্প নিজের অবস্থান থেকে সরে আসেননি। মে মাস থেকেই তিনি বারবার বলছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পরই ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি অন্তত ৬০ বার এই দাবি পুনরাবৃত্তি করেছেন, যদিও ভারত শুরু থেকেই বলে আসছে — এ ঘটনায় ওয়াশিংটনের কোনো ভূমিকা ছিল না।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়। ভারত সরাসরি পাকিস্তানকে ওই হামলার জন্য দায়ী করে, কিন্তু পাকিস্তান তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
৪৭ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন

আপডেট সময় ০৫:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে দাবি করেছেন, তার উদ্যোগেই ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। আগের বক্তব্যে তিনি বলেছিলেন, সংঘাত চলাকালে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, এবার তিনি সেই সংখ্যা বাড়িয়ে আটটি উল্লেখ করেছেন।

ফ্লোরিডার মায়ামিতে আয়োজিত আমেরিকান বিজনেস ফোরাম-এর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন।

তার ভাষায়, প্রেসিডেন্ট থাকাকালে তিনি কসোভো–সার্বিয়া, কঙ্গো–রুয়ান্ডা ছাড়াও আরও আটটি সংঘাত বন্ধ করতে ভূমিকা রাখেন, যার মধ্যে ভারত–পাকিস্তান সংঘর্ষও একটি ছিল।

সংঘাতের প্রসঙ্গে ট্রাম্প বলেন,

“আমি তখন ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনের পথে ছিলাম। হঠাৎ পত্রিকার প্রথম পাতায় দেখি তারা যুদ্ধের মুখে। সাতটি বিমান ধ্বংস হয়েছে, আর একটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত— অর্থাৎ মোট আটটি বিমান ভূপাতিত।”

 

তিনি আরও দাবি করেন, দুটি পারমাণবিক শক্তিধর দেশ যখন যুদ্ধের মুখে, তখন তিনি উভয় পক্ষকে সতর্ক করেন যে, শান্তিতে না এলে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কোনো বাণিজ্য করবে না।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, শুরুতে দিল্লি ও ইসলামাবাদ তার প্রস্তাবে রাজি হয়নি। কিন্তু তিনি জানিয়ে দেন, “যুদ্ধ মানে বাণিজ্যও বন্ধ।” এরপরের দিনই তাকে ফোন করে জানানো হয়, তারা শান্তি স্থাপনে সম্মত হয়েছে।

“আমি বলেছিলাম, ধন্যবাদ, এখন বাণিজ্যের পথ খুলে দিই,” — যোগ করেন ট্রাম্প।
তার মতে, যুক্তরাষ্ট্রের কঠোর শুল্কনীতিই এই সমঝোতাকে সম্ভব করেছে।

 

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, যুদ্ধবিরতি হয়েছিল পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের অনুরোধে, যখন তারা ভারতের পাল্টা অভিযানে চাপে পড়ে।

তবুও ট্রাম্প নিজের অবস্থান থেকে সরে আসেননি। মে মাস থেকেই তিনি বারবার বলছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পরই ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি অন্তত ৬০ বার এই দাবি পুনরাবৃত্তি করেছেন, যদিও ভারত শুরু থেকেই বলে আসছে — এ ঘটনায় ওয়াশিংটনের কোনো ভূমিকা ছিল না।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়। ভারত সরাসরি পাকিস্তানকে ওই হামলার জন্য দায়ী করে, কিন্তু পাকিস্তান তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।

সূত্র: এনডিটিভি