ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামাবাদে শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo নেতানিয়াহুর নতুন পরিকল্পনা: গাজা দখলে তীব্র উত্তেজনা বাড়ছে Logo সুন্দরবনে রুদ্ধশ্বাস অভিযান: অস্ত্রসহ দুই ডাকাত ধরা Logo মাত্র ৩ দিনে ১৭ জনের শিরচ্ছেদ, মৃত্যুদণ্ডে আবার শীর্ষে সৌদি আরব Logo বিক্ষোভে কাঁপছে লাহোর-করাচি, গ্রেপ্তার শতাধিক পিটিআই কর্মী Logo গাজা সম্পূর্ণ দখলে ইসরায়েলের সিদ্ধান্তকে থামাতে রাজি নন ট্রাম্প Logo যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় চিকিৎসা সরঞ্জামবাহী বিমান দুর্ঘটনায় নিহত ৪ Logo গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৩ ফিলিস্তিনির মৃত্যু Logo আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর নির্দেশ ট্রাইব্যুনালের Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে তৃতীয় দিনের মতো

ডার্ক লাভ স্টোরি বলবে ‘অন্ধকারের গান’

নিজস্ব সংবাদ : চিন্ময় দে আনন্দ

ছবি সংগৃহীত

ডার্ক লাভ স্টোরি বলবে ‘অন্ধকারের গান’।

প্রেম, রোমান্স আর টানটান উত্তেজনার থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’। খুব শিগগিরই প্রকাশ হতে চলেছে ওটিটি প্লাটফর্মে।

নির্মাতা ভিকি জাভেদের এ ওয়েব সিরিজ এগিয়ে গেছে গ্রামের একটি সহজ সরল পরিবারকে কেন্দ্র করে। সিনেমার গল্প এগিয়ে যাবে মকুল, তার স্ত্রী রুমালি ও তার মাকে কেন্দ্র করে।

 

 

সিনেমায় দেখা যাবে শহরে কাজের খোঁজে এসে এক মেয়ের প্রেমে পড়ে মুকুল। তারপর তাকে বিয়ে করার খেয়ালে মেতে থাকে। এতে করে গ্রামে থাকা পরিবারকে টাকা পাঠানোর পরিমাণ কমিয়ে দিতে শুরু করে মুকুল।

 

মুকুল ধীরে ধীরে বাড়িতে আসাও বন্ধ করে দেন। স্বামীর এমন অবহেলায় এক সময় রুমালিও জড়িয়ে পড়ে অনৈতিক কাজে। এদিকে প্রভাবশালী ইদ্রিস আলীর প্রলোভনে পাপের পথে পা বাড়ান মুকুল। শেষে তাদের কী পরিণতি হবে সে গল্পই বলবে ‘অন্ধকারের গান’।

 

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে নির্মাতা ভিকি বলেন, আমি সাধারণত শহরকেন্দ্রিক সিনেমা করি। তবে‘অন্ধকারের গান’-এ শহরের সঙ্গে গ্রামীণ পটভূমি যোগ হয়েছে। সম্পর্কের এ গল্পে পুরো সময়টাই থ্রিলার আর সাসপেন্স পাবেন দর্শক। তাই এ ওয়েব ফিল্মকে ডার্ক লাভ স্টোরি বলা যায়।

 

এ সিনেমায় নির্মাতা ভিকির সাথে প্রথম কাজ করেছেন মোশাররফ করিম। সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে আরও রয়েছেন জাকিয়া বারী মম, আবুল হায়াত, মনিরা মিঠু, শাহনাজ সুমি। সব অভিনয়শিল্পীরাই এ সিনেমায় রহস্যময় সব চরিত্রে ধরা দিয়েছেন।

 

থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে। ওয়েব ফিল্মটি চলতি মাসের শেষ দিকে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতা ভিকি জাভেদের।

 

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
৮৭ বার পড়া হয়েছে

ডার্ক লাভ স্টোরি বলবে ‘অন্ধকারের গান’

আপডেট সময় ০৪:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ডার্ক লাভ স্টোরি বলবে ‘অন্ধকারের গান’।

প্রেম, রোমান্স আর টানটান উত্তেজনার থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’। খুব শিগগিরই প্রকাশ হতে চলেছে ওটিটি প্লাটফর্মে।

নির্মাতা ভিকি জাভেদের এ ওয়েব সিরিজ এগিয়ে গেছে গ্রামের একটি সহজ সরল পরিবারকে কেন্দ্র করে। সিনেমার গল্প এগিয়ে যাবে মকুল, তার স্ত্রী রুমালি ও তার মাকে কেন্দ্র করে।

 

 

সিনেমায় দেখা যাবে শহরে কাজের খোঁজে এসে এক মেয়ের প্রেমে পড়ে মুকুল। তারপর তাকে বিয়ে করার খেয়ালে মেতে থাকে। এতে করে গ্রামে থাকা পরিবারকে টাকা পাঠানোর পরিমাণ কমিয়ে দিতে শুরু করে মুকুল।

 

মুকুল ধীরে ধীরে বাড়িতে আসাও বন্ধ করে দেন। স্বামীর এমন অবহেলায় এক সময় রুমালিও জড়িয়ে পড়ে অনৈতিক কাজে। এদিকে প্রভাবশালী ইদ্রিস আলীর প্রলোভনে পাপের পথে পা বাড়ান মুকুল। শেষে তাদের কী পরিণতি হবে সে গল্পই বলবে ‘অন্ধকারের গান’।

 

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে নির্মাতা ভিকি বলেন, আমি সাধারণত শহরকেন্দ্রিক সিনেমা করি। তবে‘অন্ধকারের গান’-এ শহরের সঙ্গে গ্রামীণ পটভূমি যোগ হয়েছে। সম্পর্কের এ গল্পে পুরো সময়টাই থ্রিলার আর সাসপেন্স পাবেন দর্শক। তাই এ ওয়েব ফিল্মকে ডার্ক লাভ স্টোরি বলা যায়।

 

এ সিনেমায় নির্মাতা ভিকির সাথে প্রথম কাজ করেছেন মোশাররফ করিম। সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে আরও রয়েছেন জাকিয়া বারী মম, আবুল হায়াত, মনিরা মিঠু, শাহনাজ সুমি। সব অভিনয়শিল্পীরাই এ সিনেমায় রহস্যময় সব চরিত্রে ধরা দিয়েছেন।

 

থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে। ওয়েব ফিল্মটি চলতি মাসের শেষ দিকে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতা ভিকি জাভেদের।