গল্প ,অভিনয় দক্ষতা আর নির্মাণশৈলীতে বর্তমান বিশ্বের অন্যান্য ইন্ডাস্ট্রিকে ছাপিয়ে ক্রমান্বয়ে নিজেদেরকে ভিন্নভাবে পরিচয় করিয়ে দিয়েছে কোরিয়ান ইন্ডাস্ট্রি। ড্রামা সিরিজের ক্ষেত্রে এই পরিবর্তন এসেছে কোরিয়ান থ্রিলারধর্মী সিরিজ স্কুইড গেমের হাত ধরে।
২০২১ সালের ১৭ সেপ্টেম্বর প্রকাশ পাওয়ার পর নেটফ্লিক্সের সব রেকর্ডকে পেছনে ফেলেছিল এই সিরিজ। ৩ বছর পর সিরিজটির দ্বিতীয় কিস্তি আসছে। সেই সাথে আরও আসছে এক ঝাঁক কে ড্রামা। আসুন এক নজরে জেনে নিই, আলোচিত নতুন ৫ সিরিজের নাম-
১। সরি, নট সরি: আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘সরি, নট সরি’ সিরিজ। সদ্য বাগদান ভেঙে ফেলা জুন সো মিন নামের এক নারীকে কেন্দ্র করে গল্প এগিয়ে যাবে। সিরিজটিতে দেখানো হবে জীবিকার তাগিদে নানান সমস্যার সম্মুখীন হতে হন নারীরা।
২। টু মাই লোনলি সিস্টার: আগামী ১০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দুই ভাই বোনের কোমল ভালোবাসা নিয়ে নির্মিত ‘টু মাই লোনলি সিস্টার’। হা নেউল এবং নো এউল নামের দুই ভাই বোনের মধ্যকার ভালোবাসা ফুটে উঠেছে সিরিজটিতে।
৩। হু ইজ শি: এ মাসেই মুক্তির মিছিলে রয়েছে ‘হু ইজ শি!’এ সিরিজে দেখা যাবে ‘ওহ মাল সুন’ নামের ৭০ বছরের এক বৃদ্ধার বয়স হঠাৎ করেই হয়ে যায় ২০ বছর। আর এরপর জীবনের এই সেকেন্ড চান্স উপভোগ করতে থাকেন তিনি। এমন গল্পেই এগিয়ে যাওয়া সিরিজটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।
৪। চেক ইন হ্যানইয়াং: কে ড্রামার অন্যতম রসদ রোম্যান্স। আর যারা রোমান্টিক ড্রামা পছন্দ করেন তাদের জন্য কে ড্রামা নিয়ে আসছে‘চেক ইন হ্যানইয়াং’ নামের মিষ্টি এক লাভস্টোরি। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে এটি।
৫। স্কুইড গেম সিজন ২: অবশেষে ২৬ ডিসেম্বর প্রকাশ পাবে ‘স্কুইড গেম: সিজন ২’। গত সিজনের শেষ থেকেই এই সিজনের গল্প শুরু হবে। রহস্যময় সার্ভাইভাল এ গেমের দ্বিতীয় সিরিজে উন্মোচিত হতে নানা রহস্য।