ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি মাসের ২০ তারিখেই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেব অভিনীত খাদান এবং শুভশ্রী অভিনীত সন্তান সিনেমা।
প্রেক্ষাগৃহে এ দুই সিনেমা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করবে দেব ও শুভশ্রী। টালিপাড়ায় একসঙ্গে একটা সময় চুটিয়ে কাজ করেছেন এ দুই সেলিব্রেটি। কিন্তু এখন আর কোনোভাবেই এ জুটিকে একসঙ্গে কোনো সিনেমায় দেখার সুযোগ নেই।
কারণ বেশকিছু সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল দেব ও শুভশ্রীর। তবে কোনো এক অজানা কারণে তাদের সম্পর্কে ওঠে বিচ্ছেদের সুর। এরপর শুভশ্রী বিয়ে করেন টালিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীকে।
সন্তান সিনেমার প্রচারে এ মুহূর্তে ব্যস্ত এ সিনেমার পরিচালক রাজ। তারই জেরে সম্প্রতি টিভি নাইনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের নতুন সিনেমা নিয়ে কথা বলেন রাজ। তবে এক সময় তার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে দেব আর শুভশ্রীকে নিয়ে কোনো সিনেমা বানানোর পরিকল্পনা তার রয়েছে কি না?
এর উত্তরে রাজ বলেন, সবার প্রথম দেব আর জিতের একসঙ্গে ছবি করা উচিত। দেব আর শুভশ্রী বা জিৎ আর শুভশ্রী নয়।
রাজ আরও বলেন, হিরোইন তো প্রচুর হয়ে যাবে। যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি পুরুষ প্রধান, তাই দেব আর জিতের একসঙ্গে কাজ করা নিয়ে কথা বলাটা বেটার।
প্রসঙ্গত, বর্তমানে শুভশ্রী ও রাজের বিবাহিত জীবনে রয়েছে দুই সন্তান। অন্যদিকে রুক্ষ্মিণী মৈত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও এখনও বিয়ে করেননি জনপ্রিয় অভিনেতা দেব।