ব্রেকিং নিউজ :
বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী কুবরা খান
বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী কুবরা খান।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কুবরা খানকে নিয়ে শোবিজ অঙ্গনে চর্চার শেষ নেই। এবার ভক্তদের সুখবর দিয়েছেন তার বিয়ের। আগামী মাসে বিয়ের পিঁড়িতে বসবেন লাস্যময়ী এই অভিনেত্রী। খবর জিও নিউজ।
কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল, শিগগিরই বিয়ে করছেন কুবরা। তবে বিষয়টি নিয়ে এত দিন ধরে চুপ ছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি খোলাসা করেছেন কুবরা খান।
কুবরা খান বলেন, ‘আমি ফেব্রুয়ারিতে বিয়ে করছি।’
পাত্র অভিনেতা গহর রশিদ। কুবরা ও গহর একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। এর মধ্যে ‘জান্নাত সে আগা’ ধারাবাহিকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
২০১৬ সালে ধারাবাহিকে অভিষেক ঘটে কুবরা খানের। তার আসল নাম রাবিয়া ইকবাল খান। তিনি কুবরা খান নামে পরিচিত। ধারাবাহিকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন তিনি।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live কুবরা খান পাকিস্তানি অভিনেত্রী বিয়ের পিঁড়ি