ভক্তদের নতুন আনন্দের খবর দিলেন তানজিন তিশা
টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ তানজিন তিশা। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও একটি মিউজিক ভিডিও দিয়ে সবার নজরে আসেন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে অভিনয় জগতে সফলতা অর্জন করেছেন। তার নাটক মানেই দর্শকদের কাছে ভরসার নাম।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনের বিশেষ মুহূর্তের কথা জানাতে গিয়ে তিশা বলেন, “এটা আমার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। আমার মা দ্বিতীয়বারের মতো ‘আদর্শ মা’ হিসেবে সম্মাননা পেয়েছেন।”
তিনি আরও বলেন, “প্রতিটি শিল্পীর সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান অপরিসীম। আমি আজ যা কিছু করতে পারছি, তার সবটুকুই মায়ের জন্য। তাই মাকে যখন এই স্বীকৃতি দেওয়া হয়েছে, এর চেয়ে বড় পাওয়া আমার কাছে আর কিছু হতে পারে না।”
ভক্তদের উদ্দেশে সুখবর জানিয়ে তিশা বলেন, “আমার দর্শকরা যেমন ভালো কাজ আশা করেন, আমিও তেমনই বেছে কাজ করার চেষ্টা করি। খুব শিগগিরই আমাকে সিনেমায় দেখা যাবে।”
তিশা মনে করেন, তার সাফল্যের পেছনে দর্শকদের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার কিছু নিবেদিত দর্শক আছেন, যাদের ভালোবাসা আর সমর্থনেই আজ আমি এই জায়গায় পৌঁছেছি।”