ব্রেকিং নিউজ :
‘মন দেওয়া প্রতারণা, শরীর নয়’—বিতর্কে কাজল-টুইঙ্কল
প্রেমে শরীর জরুরি, নাকি মন—এই পুরোনো বিতর্কে নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কাজল ও টুইঙ্কল খান্না।
সম্প্রতি এক টকশোতে তাঁরা বলেন, সম্পর্কের মাঝে তৃতীয় কেউ এলে মন দেওয়া প্রতারণা, কিন্তু শরীর দেওয়া নয়।
তাদের এই বক্তব্যে একমত নন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তিনি মনে করেন, শারীরিক সম্পর্কেও প্রতারণা হয়, কারণ ভালোবাসায় শরীর ও মন—দু’টিই সমান গুরুত্বপূর্ণ।
কাজল ও টুইঙ্কল অবশ্য জাহ্নবীর মতের বিরোধিতা করে বলেন, “এটা বয়সের কারণে এমন মনে হচ্ছে, বয়স বাড়লে বোঝা যাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর, যিনি কাজল-টুইঙ্কলের পক্ষে মত দেন।
















